বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের উদ্যোক্তাদের নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ৭ দিনের প্রদর্শনী ‘শীতের হাওয়া’।
ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১ হাজার ৫০০ উদ্যোক্তার মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে ১৮ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী ‘শীতের হাওয়া’। ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অংশ নিচ্ছে এই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে। সকাল ১০টায় শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ, ড. আজহারুল ইসলাম চঞ্চল।
এক দিন অন্তর থাকবে কোনো না কোনো আয়োজন। ২০ ডিসেম্বর ‘বিশ্বরঙ’-এর তিন দশক পূর্তি উদ্যাপন করা হবে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির উদ্যোগে। এদিন বিকেল চারটায় তারকাদের উপস্থিতিতে এই প্রদর্শনী থাকবে সরগরম। উপস্থিত থাকবেন সাদিয়া ইসলাম মৌ, কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম, আফসানা মিমি, রোজী সিদ্দিকী ও শবনম ফারিয়া।
বিভিন্ন বৈচিত্র্যময় দেশীয় পণ্যে দেখা গেছে প্রস্তুতি পর্বে গিয়ে। বিপ্লব সাহা নিজেই শেষ মুহূর্তের গোছগাছ তদারক করছিলেন। জামদানি, পাট, মণিপুরি, গামছা, নকশিকাঁথা, রিসাইকেল, আপসাইকেল, পুঁথি, প্যাচওয়ার্ক, ডেনিম, বিডস, সুতা, ম্যাক্রোমসহ নানা বৈচিত্র্যময় পণ্য সমাহার নিয়ে এসেছেন উদ্যোক্তারা। অংশগ্রহণকারী উদ্যোক্তারা হলেন বাবলী (বাবলীস ক্রাফটস), তৃণ শ্যামল (ইসরাত আফরোজ সুমি), বিশ্ব ভান্ডার, এফ সি (মানি রানী চৌধুরী), সংগ্রহ (ফারহানা বিনতে আব্বাস), আঞ্জুমান (আঞ্জুমান আফরীন), দীঘল (নিসাত মেহেদী), জাদ ফ্যাশন (নিলুফার ইয়াসমিন রুপা), ভিন্নতা (আফসানা আজাদ), ওয়েল ফুড (পান্না বিশ্বাস), রিংকিস এট্যায়ার (রেহনুমা হোসেন রিংকি), যাদুর হাট (আসমা মীনা), টি গার্ডেন (রুমানা সুলতানা), পিঠার আড্ডা (আবিদা সুলতানা), সীস (উরসী মাহফিলা ফাতেহা), পদ্মকলি (কঙ্কনা রায় কংকন), মাসুমা আক্তার মিথিলা (মিতার গল্প), আমি আমার (মাকসুদা পারভিন ইভা), পদ্ম (কণিকা), মুয়াজ কালেকশন (লায়লা ইয়াছমিন), নাফি’স ফ্যাশন (কানিজ মাফরুহা ঊর্মী), আজুরা (শান্তা কবির), স্বপ্নীল হাউস (শারমিন সুলতানা), আরলিনস (তাহমিনা শাম্মী), রোদসী (শিউলী আক্তার শারমিন), দয়ীতা (সাইদা সুলতানা মিলি), মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটস (পৃথ্বীলা শাহনেওয়াজ), মাধবী মার্ট (সাবিনা ইয়াসমিন মাধবী), জুট হ্যাভেন (রুমা আক্তার) ও সাহিদা আক্তার।
উল্লেখ করা যেতে পারে, গেল সপ্টেম্বরে ১৬ জন উদ্যোক্তাকে নিয়ে বিশ্বরঙের বনশ্রী আউটলেটে অনুষ্ঠিত হয় ‘শরৎ হাওয়া’ শিরোনামে তিন দিনের প্রদর্শনী। এটা ছিল উদ্যোক্তা ভূমির প্রথম আয়োজন।
বস্তুত, দেশীয় ফ্যাশনশিল্প খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ডিজাইনারদের অংশগ্রহণ ও বিশ্বরঙের কর্ণধার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে গড়ে তোলা হয়েছে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি। নকশা থেকে শুরু করে উৎপাদন এবং বিপণনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান, প্রদর্শনী আয়োজনের মাধ্যমে বিপণনে সহায়তা করা এবং সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে নতুন ও পুরোনো উদ্যোক্তাদের গুণগত উন্নয়নের লক্ষ্যেই তৈরি করা হয়েছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’।
এ জন্য প্রতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র আড্ডা। এখানে উদ্যোক্তারা পাচ্ছেন সুপরামর্শ ও দিকনির্দেশনা।
বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আছেন বিপ্লব সাহা, ভাইস প্রেসিডেন্ট শেখ সাইফুর রহমান (কনসালট্যান্ট হাল ফ্যাশন) ও সাধারণ সম্পাদক মাসুমা আক্তার মিথিলা ছাড়াও আছেন স্থপতি ও অভিনয়শিল্পী অপি করিম।
নাদিয়া ইসলাম