১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের ত্রাণ বহরে রাশিয়ার হামলা

শেয়ার করুন

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে জাতিসংঘের একটি ত্রাণ বহরে মঙ্গলবার রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ ও জাতিসংঘ। হামলায় কেউ হতাহত না হলেও দু’টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ জানায়, চারটি যানবাহনের সমন্বয়ে তাদের এই বহরটিতে স্পষ্টভাবে জাতিসংঘের চিহ্নিত ছিল এবং বিলোজেরকা শহরে ত্রাণ পৌঁছে দেওয়ার সময় রাশিয়ার ড্রোন ও গোলা বর্ষণের শিকার হয়।

ইউক্রেনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী ম্যাথিয়াস স্মালে বলেন, এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মানবিক সহায়তা কর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার আইনে সুরক্ষিত। তাদের ওপর হামলা করা কখনোই উচিত নয়। তিনি আরও জানান, হামলায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দু’টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবশিষ্ট দুটি অক্ষত ছিল।

জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা- ইউএনএফপিএ জানিয়েছে, বহরটিতে ৮শ’ পৃথক প্যাকেজ বহন করছিল, যাতে বয়স্ক ব্যক্তি, নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।

ইউএনএফপি’র ইউক্রেন প্রতিনিধি জ্যাকলিন মাহন বলেন, এই অঞ্চলে বয়স্ক মানুষের সংখ্যা খুব বেশি, যাদের অনেকে ড্রোন হামলা ও গোলাবর্ষণের ভয়ে স্থানান্তরিত হতে পারছেন না এবং টিকে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের আরেকটি মারাত্মক লঙ্ঘন’ আখ্যা দিয়ে বলেন, এটি বেসামরিক জীবনের প্রতি রাশিয়ার সম্পূর্ণ উদাসীনতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি তাদের অবজ্ঞা প্রমাণ করে।

শেয়ার করুন