১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সরকার গঠিত হলে দেশ স্থিতিশীল হবে: নুর

শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে জাতীয় সরকার গঠিত হলে দেশ স্থিতিশীল হবে বলে মনে করেনগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতারা এবং আমলাতন্ত্রের স্বভাব ও চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সে জন্য রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠিত হলে, সেই সরকার পাঁচ বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে। ’

তিনি বলেন, ‘যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকে, অনৈক্য থাকে  তাহলে ওই স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে। আমরা কেউ নিরাপদ থাকব না। ’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘একদিকে আমরা আশাবাদী নির্বাচন হবে। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। অন্যদিকে, নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। কারণ, গণঅভ্যুত্থানের শক্তিসমূহ সরকারের সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সকলের জন্যই শনির দশা অপেক্ষা করছে। কাজেই প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। কীভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায় সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেয়া উচিত।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের সকলের সরকার, কিন্তু তাদেরকে আমরা যেই পরামর্শ দেই, সেসব পরামর্শ সরকার সঠিক ভাবে আমলে নেয় না। যার ফলে শুরুতে এ সরকারের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল তা দিনকে দিন কমছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বলেছিলাম, মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে, এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেবে না। ভয়েও এখন কেউ মুজিব কোট পরে না।’

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন