
সোমবার বিকেলে ইসরায়েলের পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে সেটি বাধাগ্রস্ত করে ইসরায়েলের যে সংসদ সদস্য স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি চেয়েছেন, তার নাম আয়মান ওদেহ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টও দিয়েছেন তিনি।
আয়মান ওদেহ বলেন, ‘তারা আমাকে প্লেনাম থেকে সরিয়ে দিয়েছে, কারণ আমি সবচেয়ে সহজ দাবিটি উত্থাপন করেছি। এটি এমন একটি দাবি যার সঙ্গে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় একমত: ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া।’
এই পার্লামেন্ট সদস্য আরও বলেন, ‘এই সহজ বাস্তবতাটি স্বীকার করতে: এখানে দু’জন মানুষ রয়েছেন, কিন্তু তাদের কেউই কিছু করছেন না।