
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪১(১) ধারার ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এমইএস বিল্ডিং নং–৫৪’ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সেনা সদর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন।
শনিবার সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, তিনটি মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৯ জন অবসরে, ১ জন এলপিআরে এবং ১৫ জন কর্মরত।
তিনি বলেন, ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। কবীর আহাম্মদ ছাড়া বাকিরা উপস্থিত হয়েছেন এবং বর্তমানে হেফাজতে আছেন। কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ।