১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল নিউজিল্যান্ড

শেয়ার করুন

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে। বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে করতে হবে ২২৮ রান।

ব্যাট করতে নেমে অবশ্য বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েছিল কিউই মেয়েরা। ৩৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে জুটিতে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পায় নিউ জিল্যান্ড।

চতুর্থ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১১২ রান। ব্রুক ৫টি চার ও ১ ছক্কায় ৬৯ রান করে আউট হন। আর সোফি ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৩ রান করে সাজঘরে ফিরেন। উদ্বোধনী ব্যাটার সুজি বেটস করেন ৬ চারে ২৯ রান। এরপর ম্যাডি গ্রিন ২৫, ইসাবেলা গেজ ১২ ও লিয়া তাহুহু অপরাজিত ১২ রানের ইনিংস খেলে দলকে ২২৭ রানের সংগ্রহ এনে দেন।

বল হাতে বাংলাদেশের রাবেয়া খান ১০ ওভারে ১ মেডেনসহ ৩০ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।

শেয়ার করুন