১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম

শেয়ার করুন

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গম আমদানি ও খালাসের প্রক্রিয়া

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা গম নিয়ে “এমভি ইন্ডিগো ওমেগা” নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
গমের নমুনা পরীক্ষা শেষে আজ থেকেই গম খালাসের কার্যক্রম শুরু হবে।
খালাস কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ গম দেশের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন