
অন্যের পরীক্ষার জন্য দেওয়া রক্ত চুরি করে রোগীদের কাছে বিক্রির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি এলাকার আব্দুর রহমান খানের ছেলে নাঈম খান পাঠান (৩৮) এবং নগরীর মড়লবাড়ি এলাকার ভাসমান বাসিন্দা মন্টু চন্দ্র দে’র ছেলে তুষার চন্দ্র দে (২২)।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রক্তের ব্যাগসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান।
ওসি জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি নগরীর বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংক থেকে রোগীদের পরীক্ষার জন্য দেওয়া রক্তের নমুনা অসাধু কর্মচারীদের সহায়তায় সংগ্রহ করে তা রোগীদের কাছে বিক্রি করছিল। এ ধরনের রক্ত মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি ব্যবহারে সুস্থ মানুষও প্রাণ হারাতে পারে।
তিনি আরও জানান, এই চক্রটি বড় আকারের একটি নেটওয়ার্ক পরিচালনা করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।