
বাঁশখালীতে আগুনে পুড়ল ৯ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা
চট্টগ্রামের বাঁশখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে তারা বাসায় চলে যান। রাত ১টার দিকে তাদের মোবাইলে ফোন আসে যে, দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন, আগুনে তাদের দোকানগুলো পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া পণ্যের কারণে তাদের ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করা যাবে।