
রাত পোহালেই ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পাচ্ছে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।
পরীমণির বিশেষ অভিষেক
‘ফেলুবক্সী’ পরীমণির জন্য বিশেষ একটি প্রজেক্ট, কারণ এটি তার প্রথম কলকাতার সিনেমা। ছবির প্রিমিয়ারের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে কলকাতায় উপস্থিত থাকতে না পারায় পরীমণি ভীষণ মর্মাহত। ভিসা জটিলতার কারণে দেশ ছাড়তে না পারায় তিনি সামাজিক মাধ্যমে তার আক্ষেপ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে পরীমণির বার্তা
বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি পোস্টে পরীমণি লেখেন:
> “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫-এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী মুক্তি পাচ্ছে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।”
তিনি আরও বলেন:
> “ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ। ভিসা হলো না! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা—কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।”
পোস্টের শেষে তিনি অনুরাগীদের উদ্দেশে লেখেন:
> “কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিও।”
রহস্যে মোড়া ‘ফেলুবক্সী’
‘ফেলুবক্সী’ ছবির ট্রেলার ও টিজার ইতিমধ্যেই ব্যাপকভাবে দর্শকদের নজর কেড়েছে। ছবির গল্প তিনটি রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা একে অপরের সঙ্গে জটিলভাবে সংযুক্ত। দর্শকেরা অপেক্ষায় আছেন জানতে, এই হত্যাকাণ্ডগুলোর পেছনে পরীমণির চরিত্র লাবণ্যর কোনো ভূমিকা রয়েছে কি না।
মুক্তির অপেক্ষা
কলকাতায় উপস্থিত না থাকলেও পরীমণি বিশ্বাস করছেন, তার ভক্ত ও দর্শকেরা তাকে ভালোবাসায় সিক্ত করবেন। শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে ‘ফেলুবক্সী’ আপনার নিকটস্থ সিনেমা হলে উপভোগ করা যাবে।