১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি

শেয়ার করুন

জাবিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ হাসিনা এবং শেখ রাসেল হলের নাম পরিবর্তনসহ দুটি দাবিতে স্মারকলিপি দিয়েছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় সংগঠনের নেতারা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

দাবির মূল বিষয়

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে:

1. শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নাম পরিবর্তন।

2. ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ হিসেবে ঘোষণা।

 

দাবির পক্ষে যুক্তি

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক বলেন,

> “৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হলে থাকার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই শেখ হাসিনা হলের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবির বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।”

 

সংগঠনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন,

> “১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। ওই রাতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা আমাদের জন্য একটি কালো দিন হয়ে আছে। একইভাবে, ১৭ জুলাই পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিনগুলোকে যথাক্রমে ‘কালরাত’ এবং ‘শোক দিবস’ হিসেবে ঘোষণা করুক।”

 

উপাচার্যের প্রতিক্রিয়া

স্মারকলিপি গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দাবি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ: এ ধরনের দাবি প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

 

শেয়ার করুন